বাঁকুড়ার ওন্দা থানা এলাকায় দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স , মৃত ১

18th April 2020 বাঁকুড়া
বাঁকুড়ার ওন্দা থানা এলাকায় দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স , মৃত ১


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  অ্যাম্বুলেন্স উল্টে মৃত এক গুরুতর জখম দুজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার কমলার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে অ্যাম্বুলেন্সটি রানীগঞ্জের বল্লভপুরের। ওই এলাকা থেকে কোন রোগীকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করে কোন কাজের জন্য বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুর যাবার পথে ওন্দা থানার কমলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে রাস্তার ডান দিকে পাল্টি খেয়ে নয়ানজলিতে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয় মানুষ ছুটে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওন্দা থানার পুলিশ উদ্ধার করা হয় মৃত একজনকে এবং গুরুতর জখম দুজনকে পাঠানো হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত ব্যক্তি গাড়ির চালক ছিলেন আর আহত দুজন রোগীর আত্মীয় ছিলেন। তবে কি কারণে অ্যাম্বুলেন্সটি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল তা পরিষ্কারভাবে এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শংকর হাজরা।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।